আবুল কালাম, চট্টগ্রাম :: চট্টগ্রামের বন্দর থানাধীন দক্ষিন মধ্যম হালিশহর ২নং মাইলের মাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাল টাকা ব্যবসাই সিন্ডিকেটের সক্রীয় ৩ সদস্যকে ৬৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করেছেন পুুুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল মোঃ ফোরকান (৩৫), মোঃ মিজানুর রহমান (২৮) ও মোঃ মনিরুল ইসলাম প্রকাশ রাজু দত্ত (৪১)
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইতি পূর্বে জাল টাকার নোট সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। আসামীরা সংঘবদ্ধ জাল টাকার সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাঠকের মতামত: