ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের কর্মচারীরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ::  চট্টগ্রামে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বেসরকারি ম্যাক্স হাসপাতালের কর্মচারীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নগরের মেহেদিবাগে অবস্থিত এ হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তারা। এসময় তারা আজকালের মধ্যে বেতন-বোনাস পরিশোধ না করলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

সূত্র জানায়, বেতন ও বোনাসের দাবিতে মঙ্গলবার ম্যাক্স হাসপাতালের বিপরীত দিকে অবস্থিত আরেক বেসরকারি হাসপাতাল ন্যাশনালে বিক্ষোভ হয়। একদিন পর শুরু হয়েছে ম্যাক্স হাসপাতালের আন্দোলন।

ম্যাক্স হাসপাতালের কয়েকজন কর্মচারী বলেন, ‘করোনার সময়েও ঝুঁকি নিয়ে প্রতিদিন হাসপাতালে ডিউটি করেছি। ঈদ ঘনিয়ে এসেছে। কিন্তু আমাদের বকেয়া বেতন এবং বোনাস দিচ্ছে না কর্তৃপক্ষ। ইতোমধ্যে কয়েক দফায় বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিলেও পরে আমাদের একেক জনকে আলাদা কক্ষে ডেকে নিয়ে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছে।’

তবে ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খাঁন বলেন, ‘তাদের বেতন পরিশোধ করা হয়েছে। কিন্তু অর্থ সংকটের কারণে আমরা বোনাস পরিশোধ করতে পারছি না। আমরা তাদের বলেছি ঈদের পর থেকে পরবর্তী মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে বোনাস দিয়ে দেবো। কিন্তু কিছু লোক বিষয়টি না মেনে প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করতে আন্দোলনে নেমেছে।’

পাঠকের মতামত: