চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নে মাতামুহুরী নদী ভাঙ্গন রোধ সংস্কার কাজ উদ্বোধন করেছেন চকরিয়া পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ। শুক্রবার দুপুরে ইউনিয়নের মানিকপুর অংশে নদী পয়েন্টে মাটি ভরাটের মাধ্যমে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ভাঙ্গন কাজের উদ্বোধন করার ফলে স্থানীয় এলাকাবাসির মাঝে মাতামুহুরী নদীর ভয়াল থাবা থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় আতঙ্ক ও উদ্বেগ কেটে যাচ্ছে বলে অভিমত প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সচেতন মহল।
চকরিয়া পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছের সরকারি বরাদ্ধ কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে মাতামুহুরী নদীর মানিকপুর পয়েন্টে নদী ভাঙ্গন রোধে সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে এমপি ইলিয়াছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের আনুষ্টানিক উদ্বোধন করেন। ওইসময় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.সবিবুর রহমান। উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি এডভোকেট আলহাজ ওমর আলী, সাধারণ সম্পাদক সামসুল আলম, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহাবুব আলম ছিদ্দিকী, জাতীয় পাটির নেতা বিডিআর জাহাঙ্গীর, মাতামুহুরী জাতীয় পাটির নেতা মোহাম্মদ টিপু, বিশিষ্ট ঠিকাদার ফরিদুল আলম, পৌরসভা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, এমপির ব্যক্তিগত সহকারি মো,নাজিম উদ্দিন, জাতীয় পাটির নেতা মৌলভী মোহাম্মদ আলমগীর ও বদিউল আলম প্রমুখ। #
পাঠকের মতামত: