চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কে যাত্রীবাহি সিএনজি গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মুখোশ পরিহিত সশস্ত্র ছিনতাইকারী দল সড়কের বদরখালী সেতুর অনতিদুরে সড়কে গতিরোধ করে গাড়ির এক যাত্রীর কাছ থেকে লুটে নিয়ে গেছে নগদ এক লাখ টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে সশস্ত্র ছিনতাইকারী দল বদরখালী ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে চকরিয়া ফিরছিলো একটি সিএনজি অটোরিক্সা। ওইসময় গাড়িটি সড়কের ইসলাম মার্কেট (বদরখালী নবনির্মিত নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রে’র) সামনে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইতকারী দল হানা দিয়ে শাফায়েত হোসেন নামের একজন সুপারি ব্যবসায়ীর কাছ চালানির নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এরপর ছিনতাই দলের সদস্যরা টাকা গুলো নিয়ে নিবিঘেœ চম্পট দেয়।
জানতে চাইলে বদরখালী নৌ-পুলিশের কর্মকর্তা তারক চন্দ্র শীল বলেন, একটি সিএনজি গাড়িতে হামলার কথা শুনেছি। তবে কেউ এব্যাপারে পুলিশ ফাঁিড়তে অভিযোগ দেয়নি।
পাঠকের মতামত: