ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়া পৌর বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চকরিয়া পৌরসভা শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে নুরুল ইসলাম হায়দারকে আহ্বায়ক, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী এবং এম. মোবারক আলীকে যুগ্ম-আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না বুধবার (২৯ নভেম্বর) এই কমিটি অনুমোদন করেন। আহ্বায়ক কমিটিকে আগামী দু’মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে চকরিয়া পৌর বিএনপির নতুন নির্বাহী কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পাঠকের মতামত: