ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া পৌরসভার নির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ১২জন কাউন্সিলর শপথ নিলেন

Chakaria Pc 17-04-2016মিজবাউল হক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভার নির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ১২জন কাউন্সিলর শপথ নিয়েছেন। গতকাল রোববার বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে তাদেরকে শপথ পড়ান বিভাগীয় কমিশনার মো.রুহুল আমিন। এদিন চকরিয়া পৌরসভার সাথে কক্সবাজারের মহেশখালী, ফেনীর সোনাগাজী, কুমিল্লার নাঙ্গলকোর্ট পৌরসভার মেয়র ও কাউন্সিলররাও শপথ গ্রহন করেছেন।

চকরিয়া পৌরসভার নতুন মেয়র আলমগীর চৌধুরী ছাড়াও শপথ নিয়েছেন পৌরসভার সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর ও মহিলাদলের নেত্রী রাশেদা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর মহিলা আওয়ামীলীগ নেত্রী রাজিয়া সুলতানা খুকুমনি এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর মহিলা আওয়ামীলীগ নেত্রী আঞ্জুমান আরা বেগম, সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ১নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা মকছুদুল হক মধু, ২নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, ৩নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশিরুল আইয়ুব, ৪নম্বর ওয়ার্ডে বিএনপি’র ওয়ার্ড সভাপতি জাফর আলম কালু, ৫নম্বর ওয়ার্ডে পৌরসভা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম তিতু, ৬নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা জিয়াবুল হক, ৭নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৮নম্বর ওয়ার্ডে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক মুজিব ও ৯নম্বর ওয়ার্ডে যুবলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। গত ২০মার্চ অনুষ্টিত নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। একই সাথে সংরক্ষিত তিনটি ও সাধারণ ওয়ার্ডে ৯জন কাউন্সিলর নির্বাচিত হন। গত ৩০মার্চ নির্বাচিতদের নামে স্থানীয় সরকার বিভাগ গেজেট প্রকাশ করেন।

চকরিয়া পৌরসভার নতুন মেয়র আলমগীর চৌধুরী বলেন, এখন আমার প্রধান কাজ হবে উন্নয়নের মাধ্যমে চকরিয়া পৌরসভাকে এগিয়ে নেয়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রানালয়ের সার্বিক সহযোগিতায় আমি চকরিয়া পৌরসভাকে একটি আধুনিক মেগাসিটি হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্য পৌরসভার সকলস্থরের সম্মানিত নাগরিকবৃন্দ আমার পাশে থাকলে ইনশাল্লাহ সকল উন্নয়ন কাজ শুরু করতে পারবো। তাই পৌরসভার নতুন পরিষদ পৌরবাসির কাছে আর্শীবাদ ও সমর্থন প্রত্যাশা করেন। #

 ###################

 চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা কমান্ডার ছালাউদ্দিকে হুমকি

চকরিয়া অফিস :

চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চিরিঙ্গা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম ছালাউদ্দিনকে অপর এক প্রার্থীর সমর্থকরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৭ এপ্রিল সন্ধায় চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম স্থানীয় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি চিরিঙ্গা ইউনিয়নের ২৩ এপ্রিলের নির্বাচন অবাধ ও সুষ্টু করতে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন।

চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম জানান, চিরিঙ্গা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার কে.এম ছালাউদ্দিন ওই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। কে.এম ছালাউদ্দিন চিরিঙ্গা ইউনিয়নে তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান থাকা কালীন সময়ে তিনি অত্যন্ত সুনামের সাথে দায়ীত্ব পালন করেছেন। তাছাড়া তিনি প্রতিনিয়ত সাধারণ মানুষের পক্ষ হয়ে কাজ করেন। এসব কারণে ওই ইউনিয়নে তার জনপ্রিয়তা বেশী। কে.এম ছালাউদ্দিনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপর এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা প্রতিনিয়ত তার প্রচার প্রচারণায় বাঁধা সৃষ্টি করছে। তার কর্মীদের মারধরও করছে। এমনকি তাকেও বারবার হুমকি প্রদান করা হচ্ছে। নির্বাচনের দিন ভোট কেড়ে নেবে, কাউকে ভোট কেন্দ্রে যেতে দেয়া হবে না সহ নানা রকমের হুমকি ধামকি প্রদান করছেন। হাজী বশিরুল আলম বলেছেন; আমরা মুক্তিযোদ্ধারা এ ধরণের পরিস্থিতিতে জনগনকে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছি। এ ব্যাপারে কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রমজান আলী বাহাদুর জানান, চিরিঙ্গা ইউনিয়নে কে.এম ছালাউদ্দিন বিজয়ী হওয়ার মতো জনপ্রিয় লোক। তার এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন অপতৎপরতা চালাচ্ছে। তিনি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে চিরিঙ্গা ইউনিয়নের নির্বাচন সুষ্টু করার নিমিত্বে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার দাবী জানান। চকরিয়া থানার ওসি জানান, কারো প্রচারণায় কেউ সত্যিই বাঁধা দিয়ে থাকলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নেব। #

 ###################

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চকরিয়া পৌর আ’লীগ নেতা ইছাক বহিস্কার

চকরিয়া অফিস:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চকরিয়া পৌর আওয়ামীলীগ নেতা ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইছাককে দলের সবধরণের পদপদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ইমাম হোছাইন ইমুকে ওই ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার বিকালে ভরামুহুরী দলীয় কার্যালয়ে পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর পরিচালনায় এ সিন্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা আমিনুর রশিদ দুলাল ও ওয়ালিদ মিল্টনসহ গুরুত্বপূর্ন নেতৃবৃন্দ। ##

পাঠকের মতামত: