এম.জিয়াবুল হক, চকরিয়া :: আগেরদিন মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় কমিশনার মো.কামরুল হাসান এনডিসির কাছ থেকে শপথ গ্রহনের পর গতকাল বুধবার ৬ অক্টোবর চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহন করেছেন। এদিন দুপুরে চকরিয়া পৌরসভা মিলনায়তনে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন চকরিয়া পৌরসভার নির্বাচিত বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।
একইসঙ্গে দায়িত্বভার গ্রহন করেছেন ১.২.৩ সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাশেদা বেগম, ৪.৫.৬ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকান, ও ৭.৮.৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, সাধারণ আসনের ১নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এম নুরুস শফি, ২নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম হিমু, ৩নম্বর ওয়ার্ডের ইফতেখারুল ইসলাম হানিফ, ৪নম্বর ওয়ার্ডের জাফর আলম কালু, ৫নম্বর ওয়ার্ডের ফোরকানুল ইসলাম তিতু, ৬নম্বর ওয়ার্ডের আবদুস সালাম, ৭নম্বর ওয়ার্ডের নুরুল আমিন, ৮নম্বর ওয়ার্ডের মুজিবুল হক মুজিব এবং ৯নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিন।
চকরিয়া পৌরসভা মিলনায়তনে দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন চকরিয়া শাখার সভাপতি জহুরুল মাওলা। সংগঠনের সাধারণ সম্পাদক রাজিবুল মোস্তাফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত পৌর মেয়র আলমগীর চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন চকরিয়া পৌরসভার নবনির্বাচিত ১২ কাউন্সিলর, চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, চকরিয়া পৌরসভার প্রকৌশলী মুজিবুর রহমান, মেডিকেল অফিসার ডা: লোকমান, উপ-সহকারি প্রকৌশলী মৃনাল কান্তি ধর, হিসাব রক্ষন কর্মকর্তা সাফায়াত হোসেন, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন, চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল মোস্তাফা, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক জানে আলম, অর্থসম্পাদক হায়দার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের, প্রচার সম্পাদক ফরিদুল আলম, আপ্যায়ন সম্পাদক রাশেদ কামাল, দপ্তর সম্পাদক আলী আকবর।
উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, সহসভাপতি আমান উল্লাহ আমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকান্দার বাদশা নাগু, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মেম্বার, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবলীগের অর্থসম্পাদক আজিজুল হক, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল আলম সওদাগর, সাহাব উদ্দিন সওদাগর, আবুল হাশেম, মীর কাশেম, ছরওয়ার আলম, মিঠু।
এছাড়াও উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা রেহেনা আক্তার বানু, বাজার পরিদর্শক বশির আহমদ, কর নির্ধারক ফরিদুল আলম, উচ্চমান সহকারী ওসমান গনী, অফিস সহকারী আবদুল হামিদ, সহকারী কর আদায়কারী নুরুল আবছার মুনিরী, রাকিব হাসান, মোহাম্মদ এমরান, ছলিম উল্লাহ, আদায়কারী রাশেদ কামাল, জানে আলম, মৌলানা রিদুয়ানুল হক, পরিচ্ছন্ন পরিদর্শক আবুল কালাম, আওলাদ কামাল, লাইসেন্স পরির্দশক কামাল হোসেন, টিকাদানকারী সুপার ভাইজার মোহাম্মদ নাজেম উদ্দিন, সহকারী টিকাদানকারী চম্পক দত্ত, আবদুল লতিফ, মিনহাজ উদ্দিন, রফিক আহমদ, রুবি আক্তার, সার্ভেয়ার নুরুস ছমদ, মোহাম্মদ শফি, রফিকুল আলম, কম্পিউটার অপারেটর দিদারুল ইসলাম, রোলার চালক রুবেল, জিয়াউর রহমান, মাহামুদুল করিম, মোহাম্মদ জুবায়ের, চালক নুরুল আবছার, এমএলএলএস খোকন কুমার চৌধুরী, মৌলানা সাহাব উদ্দিন, মো: শফিকুল কাদের, নুরুল আমিন, আব্বাস উদ্দিন, হারুন, সেলিম, অফিস সহায়ক আক্তার হোসেন প্রমুখ।
দায়িত্বভার গ্রহন শেষে নবনির্বাচিত চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, প্রিয় পৌরবাসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ^াস রেখেছেন। সরকারের উন্নয়ন অভিযাত্রার পক্ষে রায় দিয়েছেন। নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি সেইজন্য পৌরবাসির কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, ইনশাল্লাহ আগামী দিনে পৌরবাসি সবার সঙ্গে মিলে মিশে চকরিয়া পৌরসভাকে উন্নয়নয়ের মাধ্যমে সাজাতে চাই। পাশাপাশি পৌরসভার সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জনগনের দৌড়গোড়ায় সবধরণের নাগরিক সেবা নিশ্চিত করতে চাই। সেইজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
পাঠকের মতামত: