ঢাকা,মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

চকরিয়া পৌরএলাকার তরছপাড়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়া পৌর এলাকার ১নম্বর ওয়ার্ডের তরছপাড়া এলাকায় বালুদস্যুরা এখনো বেপরোয়া। তারা কেবল খোলস পাল্টে নানা অপরাধ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্তরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলেন, চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের তরছপাড়ার আবু তাহেরের ছেলে মো. শওকত (২৫) ও মো. ইলিয়াছের ছেলে মার্শালের (২১) নেতৃত্বে প্রায় ১০-১২ জন এই বালু উত্তোলনের সাথে জড়িত।
মানববন্ধনে এলাকাবাসী জানান, মাতামুহুরী নদী সংলগ্ন চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডে তরছপাড়া এলাকায় একাধিক কৃষকের প্রায় ২০ একর জমি রয়েছে। ওইসব জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন তারা। এরমধ্যে নদী ভাঙ্গনের মুখে পড়ে বেশকিছু জমি নদী গর্বে বিলিন হয়ে গেছে। সম্প্রতি বিলীন হওয়া জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় এক প্রভাবশালীমহল। তাদের অব্যাহত বালু উত্তোলনের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সড়ক গুলো। দখল হয়ে যাচ্ছে পাশের মসজিদ ও মাদ্রাসার জমিও। এমনকী সরকারি রেকর্ডভুক্ত জমি থেকেও বালু উত্তোলন করছেন প্রভাবশালী মহলটি। সরকার পরিবর্তন হলেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি তাদের।
সাম্প্রতিক স্থানীয় এলাকাবাসী অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন অভিযান পরিচালনা করে। ওইসময় বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন মালামাল ধ্বংস করা হয়। কিছুদিন বন্ধ থাকার পর পূনরায় বালু উত্তোলন করছেন তারা। তাদের বাধা দিলে উল্টো চাষিদের হুমকি ধমকি দিচ্ছেন।
গত সোমবার তরছপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মানববন্ধনে এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
এব্যাপারে অবৈধভাবে দখলকৃত ২০একর কৃষি জমি উদ্ধার, মসজিদ মাদ্রাসা ও কবরস্থানের পবিত্রতা রক্ষা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী, র্যা ব, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত: