নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের চকরিয়ায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন- চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জন্নাতুল বকেয়া রেখা ও পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাজেম উদ্দিন।
রোববার রাতে মগনামা ইউনিয়ন ও কৈয়ারবিল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য জানান। তৃতীয় ধাপে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ১০টি এবং পেকুয়া উপজেলায় ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, তৃতীয় ধাপে ১৬টি ইউনিয়নের মধ্যে ১৫টির বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালেট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১৫টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং অন্য ৬টিতে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি-জামায়াত সমর্থিত) বিজয়ী হয়েছেন।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কৈয়ারবিল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, কৈয়ারবিল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৬৪২ জন। নির্বাচনে ভোট আদায় হয়েছে ১০ হাজার ২৯০ টি। এতে বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৯৯৮ টি। বাতিল হয়েছে ২৯২ ভোট। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
বৈধ ভোটের মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা পেয়েছেন ৯৯ ভোট, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান আবেদ পেয়েছেন ২৫ ভোট, মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলাম পেয়েছেন ১১ ভোট, অটোরিকশা প্রতীকের মুহম্মদ নিশান উদ্দিন পেয়েছেন ৮৯ ভোট, রজনীগন্ধা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আনিচ উর রহমান জুয়েল পেয়েছেন ৫ ভোট, টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জকরিয়া পেয়েছেন ১ হাজার ২৭ ভোট, টেবিল ফ্যান প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মামুনুর রশীদ পেয়েছেন ১ হাজার ৬৭২ ভোট, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনছার উর রহমান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩১৩ ভোট এবং ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন ৩ হাজার ৭৫৭ ভোট।
এদের মধ্যে মোহাম্মদ জকরিয়া, মামুনুর রশীদ, আনছার উর রহমান ও ইকবাল হোসেন ছাড়া বাকি ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা শহিদুল।
এদিকে মগনামা ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৪৬৮ জন। নির্বাচনে ভোট আদায় হয়েছে ১১ হাজার ১৯৪ ভোট। এতে বৈধ ভোটের সংখ্যা ১১ হাজার ৪৫ ভোট। বাতিল ভোটের সংখ্যা ১৪৯টি। নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী অংশগ্রহণ করেন
পাঠকের মতামত: