ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

চকরিয়া-পহরচাঁদা-পেকুয়াবাজার-মগনামাঘাট ইয়াংছা-মানিকপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন -ওবায়দুল কাদের এমপি

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  কক্সবাজার জেলা সদর ও বিভিন্ন উপজেলার অন্তত আটটি উন্নয়ন প্রকল্পের সঙ্গে গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) সকালে চকরিয়া থেকে পহরচাঁদা-পেকুয়াবাজার-মগনামাঘাট এবং ইয়াংছা-মানিকপুর-শান্তিবাজার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের কাজ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

একই সঙ্গে কক্সবাজারে নবনির্মিত সড়ক ভবন, কক্সবাজার ও মহাসড়ক সমূহের উন্নয়নমূলক কাজ শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। উদ্বোধনকৃত প্রকল্পের মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রকল্পের মধ্যে ৪৩২০.০০ লক্ষ টাকা ব্যয়ে কুতুবদিয়া-আজম সড়ক (জেড-১০৭৬) এবং চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতাবাজার-পহরচাঁদা-পেকুয়া বাজার-মগনামাঘাট (জেড-১১২৫) ও (পেকুয়া বাজার-মগনামাঘাট অংশ) সড়ক পুনর্বাসন ও উন্নয়ন রয়েছে। এছাড়াও উদ্বোধন করা হয়েছে ৫৭৫৮.১২ লক্ষ টাকা ব্যয়ে ইয়াংছা-মানিকপুর-শান্তিবাজার সড়কের উন্নয়ন কাজ।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এমপি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, আরআরআরসি মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, সাবেক পৌরসভার চেয়ারম্যান নুরুল আবছার, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, আওয়ামীলীগ নেতা মো.ওসমান গণী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।#

পাঠকের মতামত: