ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ফাসিয়াখালী ইউপি নির্বাচনে

চকরিয়ায় নৌকা বিরোধী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: নৌকার বিপক্ষে কাজ করায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ, দীর্ঘদিন ধরে পুর্ণাঙ্গ কমিটি গঠন না করা ও ওয়ার্ড সম্মেলন করতে ব্যর্থ হয়েছেন।

একইভাবে সাধারণ সম্পাদক নাঈমুল হক ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের পক্ষে কাজ করার অভিযোগ উঠায় জেলা কমিটির নির্দেশে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

পাঠকের মতামত: