ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া থানা পুলিশের হাত থেকে পালিয়েছে ওয়ারেন্টভুক্ত ২ আসামি

কক্সবাজার প্রতিনিধি ::
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে হাতকড়া লাগানোর সময় পুলিশের হাত থেকে পালিয়ে গেছে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি।

১৬ অক্টোবর, রবিবার রাতে চকরিয়ার মালুমঘাটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।

তিনি জানান, পুলিশ তাড়াহুড়ো করে আসামিদের গ্রেফতারের জন্য ঘটনাস্থলে পৌঁছান। হাতকড়া লাগানোর সময় হাত ফসকে পালিয়ে যায় তারা। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই তাদের আটক করা হবে।

পালিয়ে যাওয়া আসামিরা হলেন- ডুলাহাজারা ১নং ওয়ার্ড হাসিনা পাড়া এলাকার আকবর আহমদের ছেলে মনজুর আলম (৪৫)। তিনি তিনটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি। অন্যজন হলেন, একই এলাকার গোলাম কাদেরের ছেলে শেখ মোহাম্মদ ফোরকান (৪০)। ফোরকান চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম এলাকায় কাজ করছে। খুব দ্রুতই তাদের আটক করা হবে বলে জানিয়েছেন থানা পুলিশ।

পাঠকের মতামত: