ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়া কোরক বিদ্যাপীঠের পুরস্কার বিতরণ

Pic-Chakaria-Korak-Biddapeet-D.C-Ali-Hossenনাজমা সোলতানা দিতি, চকরিয়া:
চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তাহব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ’র সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম ও নবনির্বাচিত পৌর মেয়র মো. আলমগীর চৌধুরী। এসময় বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং মাধ্যমিক ও প্রাথমিক শাখার সকল শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের। পরে অতিথিবৃন্দ সপ্তাহব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

পাঠকের মতামত: