নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :: চেক প্রতারণা মামলায় চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশের দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলামকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অংকের তিনটি চেক প্রতারণার দায়ে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
সাইফুলের বাড়ি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বানিয়ার চরে। সে ওই পাড়ার আকবর আহমদ মেম্বারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে এনআই অ্যাক্টের ধারায় তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানা মোতাবেক গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়।
পরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত: