ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলা স্কাউট কমিটির সম্পাদক নির্বাচিত হলেন মাষ্টার আনছারুল করিম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনের পাশাপাশি দেশ ও সমাজ সেবায় সর্বদা নিজেকে প্রস্তুত রাখার মূলমন্ত্র নিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বাংলাদেশ স্কাউটের মাধ্যমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই আলোকে চকরিয়া উপজেলার স্কাউট কমিটি গঠিত হয়। উক্ত কমিটির সম্পাদক মাষ্টার আনোয়ারুল ইসলাম স্ট্রোক জনিত কারণে সম্প্রতি সময়ে মৃত্যু বরণ করলে ওই সম্পাদক পদটি শূন্য হয়ে যায়।

বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা শাখার সভাপতি (ইউএনও) জেপি দেওয়ান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুম মিলনায়তনে বুধবার বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবনির্বাচিত উপজেলা স্কাউটস সম্পাদক মাষ্টার আনছারুল করিম বিগত ৩ বছর ধরে কমিটির স্কাউট লিডার
হিসাবে দায়িত্বপালন কালে চকরিয়া তথা কক্সবাজার জেলার স্কাউট সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও তিনি ইতিপূর্বে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্টিফিকেট, মেডেল অব মেরিট এবং লং সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হন।

পাঠকের মতামত: