ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

 চকরিয়া উপজেলা যুবলীগের বৃক্ষরোপন কর্মসুচি পালন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চকরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার ২৪ জুলাই বিকালে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছিরের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল।

বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল, ওয়ারেচী মোঃ শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, রেফায়েত সিকদার, মো.তারেকুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের অর্থসম্পাদক আজিজুল হক, যুবলীগ নেতা ওসমান গনী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাঃ সম্পাদক আরহান মাহমুদ রুবেল, চকরিয়া পৌর ছাত্রলীগের সহ সভাপতি শেফায়েত হোসেন ওয়ারেছী প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলা এবং ইউনিয়ন যুবলীগের বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চকরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শুক্রবার বিকালে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসুচি অব্যাহত রাখবে চকরিয়া উপজেলা যুবলীগ। #

পাঠকের মতামত: