ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান চৌধুরীর জানাযায় শোকাহত মানুষের ঢল

এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান চৌধুরীর জানাযা সম্পন্ন হয়েছে, ২২সেপ্টেম্বর (বৃহস্পতিবার)বিকাল ৩টায় উপজেলার কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ।

জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্বীয়স্বজনসহ লাখো ধর্মপ্রাণ মুসল্লী অংশ গ্রহণ করে শেষ বিদায় জানান। দল মত নির্বিশেষে সকলেই অংশ গ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, মরহুম শাহজাহান চৌধুরী ছিলেন সদালাপী, হাস্যরসের , কর্মী ও জনবান্ধব। তিনি আধুনিক কৈয়ারবিলের অন্যতম রূপকার ছিলেন। মহান আল্লাহ তায়ালা তাহাকে বেহেশত নসিব করুন।

জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজান চৌধুরী, জেলা সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী,।চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, জেলা সহ সভাপতি এনামুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এস এম মঞ্জুর, চকরিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক এস এম আবুল হাশেম, চকরিয়া উপজেলা যুবদল সভাপতি ওমর আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ফোরকান, জেলা আওয়ামী লীগ নেতা এটিএম জিয়া উদ্দিন জিয়া মরহুমের বড় ছেলে মোনায়েম চৌধুরী,
জানাযা পূর্ব সমাবেশ সঞ্চালনা করেন মাস্টার আবু ইউছুফ,জানাযা নামায পরিচালনা করেন বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার মুফতি আবু তাহের।

পাঠকের মতামত: