ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা পরিষদে ৬ কোটি টাকায় সরকারি দপ্তরের আধুনিকায়নে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় ৬কোটি টাকা বরাদ্দে চকরিয়া উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ভবন নির্মাণে ঢালায় কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাতে অংশ নেন বিশেষ অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, কক্সবাজার জেলা পরিষদেন প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আনোয়ারুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস, ঠিকাদার আলহাজ আনোয়ার হোসেন, ঠিকাদার আলহাজ মৌলভী দিদারুল ইসলাম, চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক মো.নূরুল আখের, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহমুদুল হক, চকরিয়া পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম, সাবেক কমিশনার হুমায়ুন কবির, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, হাসানুল ইসলাম আদর, ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে জনগনের জন্য কাজ করেছে। দেশের জন্য কাজ করেছে। জননেত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে দেশের উন্নয়ন ও জনগনের কল্যাণ সাধনের জন্য। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তাই সরকারের উন্নয়ন কাজের ফিরিস্তি জনগনের কাছে তুলে ধরতে হবে।
উপজেলা চেয়ারম্যান বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে সমগ্র দেশে যেভাবে উন্নয়নের জোয়ার বইছে, তেমনি চকরিয়া-পেকুয়া জনপদেও উন্নয়নের ব্যাপক ছোঁয়া লেগেছে। আগামীতেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সারাদেশের মতো চকরিয়া-পেকুয়া উপজেলাকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। চকরিয়া-পেকুয়া জনপদে আওয়ামীলীগের এমপি নিশ্চিত করতে হবে। তাই আগামী নির্বাচনে উন্নয়নে স্বনির্ভর ও আধুনিক চকরিয়া-পেকুয়া বির্নিমানে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।

পাঠকের মতামত: