নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক পর্যালোচনা সভা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভুমি মো রাহাত উজ জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখার চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। বক্তব্য দেন চকরিয়া থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সকল মানুষ উপস্থিত ছিলেন।
একই সম্মেলনকক্ষে দুপুরে অনুষ্ঠিত হয়েছে চকরিয়া উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ইউএনও) সহকারী কমিশনার ভুমি মো রাহাত উজ জামান এর সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের দায়িত্বশীল বিভাগের কর্মকর্তা, চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী মাস উদ মোর্শেদ। এছাড়াও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সংশ্লিষ্ট কতৃপক্ষের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিবরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: