ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউলের মাতার ইন্তেকাল, কাল ১১টায় জানাজা

Chakaria Pic 18-03-2016এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট জননেতা রেজাউল করিমের মাতা হাফেজা খাতুন আজ  ১৮মার্চ সন্ধা ৭টা ২০মিনিটে ডুলাহাজারাস্থ নিজবাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ছেলে ও ১ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ছেলে-মেয়েদের মধ্যে চেয়ারম্যান রেজাউল করিম সবার বড়। মরহুমা হাফেজা খাতুন এলাকার প্রবীণ আলেম ও মুরব্বী মরহুম মাওলানা আবদুল করিমের কন্যা। আজ ১৯মার্চ সকাল ১১টায় মরহুমার জানাজার নামাজ ডুলাহাজারা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে চেয়ারম্যান রেজাউল করিমের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম এমএ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহসভাপতি ফজলুল করিম সাঈদী, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নাল, মাতামুহুরী আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া পৌরসভা সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। তারা মরহুমার রূহের মাগফিরাত ও বেহেস্তের উচ্চ মর্যাদা কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঠকের মতামত: