ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

atokএম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কাকারা এলাকায় ৪র্থ শ্রেণির এক ছাত্রী (বয়স ১১বছর ৫মাস) ধর্ষণ মামলার প্রধান আসামী রবি কর্মকার (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৩০মে দুপুর সাড়ে ১১টার দিকে থানার উপ-পরিদর্শক মো: রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার বদরখালী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান চালানো হয়েছে। ধৃত রবি কর্মকার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কাকারা গ্রামের হিমাংশু কর্মকারের ছেলে।

মামলার অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, ২০১৫সনের ১ডিসেম্বর বেলা ২টায় দক্ষিণ কাকারা গ্রামের তপন কর্মকারের অপ্রাপ্ত বয়স্ক ও স্থানীয় স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী (বয়স ১১বছর ৫মাস) কে স্কুল ছুটির পর বেলা ২টায় বাড়ির পাশ্ববর্তী পাহাড়ের ঝিড়ি এলাকায় লাকড়ি কুড়ানোর জন্য যায়। ওই সময় অপ্রাপ্ত বয়স্কা ৪র্থ শ্রেণির ওই ছাত্রীকে স্থানীয় একই এলাকার ধৃত রবি কর্মকার পাহাড়ের ঝিড়িতে আটকিয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ঘটনার স্থানীয়ভাবে বিচার চাওয়ায় চলতি সনের ১০ফেব্রুয়ারী দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় ছাত্রীর মা এনুবালা কর্মকার বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,কক্সবাজারে চলতি সনের ৫মার্চ ফৌজধারী দরখাস্ত নং সিপি ২৮৩/১৬ দায়ের করেন। আদালতের বিজ্ঞ জেলা জজ অভিযোগটি আমলে নিয়ে চকরিয়া থানার ওসিকে মামলা হিসেবে অর্ন্তভূক্ত করার নির্দেশ দেন।

চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা পেয়ে অভিযুক্ত রবি কর্মকার পিতা হিমাংশু কর্মকার এর বিরুদ্ধে গত ৩এপ্রিল’১৬ইং থানায় মামলা নং ০৭ (জিআর ১১৩) রুজু করা হয়েছে। এর প্রেক্ষিতে থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে প্রধান আসামী রবি কর্মকারকে গ্রেফতার করা হয়েছে।

পাঠকের মতামত: