ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সড়ত দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক ::  চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। চকরিয়া মহাসড়কেই পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকলে আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় বাসের পেছনে ধাক্কা লেগে মো. সোহেল সিকদার (২৩) নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছেন।

অপরদিকে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে চিরিঙ্গা-মহেশখালী সড়কের সাহারবিল ইউনিয়ন পরিষদের সামনে ডাম্পার ট্রাক চাপায় মাহমুদুল করিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোহেল উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ভরইন্যারচর এলাকার মো. বাবুলের ছেলে ও অপর যুবক মাহমুদুল করিম ঢেমুশিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম দুই মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: