ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় সড়ক সম্প্রসারণ উন্নয়ন কাজের অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে ঠিকাদারের হুমকি, থানায় জিডি

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক সম্প্রসারণের কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এম জিয়াবুল হক নামে এক সাংবাদিককে মোবাইলে হুমকি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগের এক ঠিকাদার।
এ ঘটনায় চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। সাংবাদিক
জিয়াবুল হক দৈনিক সংবাদ ও চট্টগ্রাম থেকে প্রকাশিত সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার চকরিয়া প্রতিনিধি।
থানায় দায়েরকরা জিডিতে তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের বক্সরোডের সম্প্রসারণ কাজ চলছে। চট্টগ্রামের এস জে ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্টান এ কাজ পায়। এ কাজ তদারকি করছেন চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সামশুল আলমের ছেলে মো. সাহাব উদ্দিন।
চকরিয়া পৌরশহরের মহাসড়কে বেশ কিছুদিন ধরে রাস্তার দু’পাশে সম্প্রসারণের কাজ চলছে। এ নির্মাণ কাজে বিভিন্ন অনিয়ম করার অভিযোগ তুলেছে স্থানীয় লোকজন। এনিয়ে চকরিয়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় কার্যালয়ের উ-পসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সাথেও কথা হয়। কিন্তু বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঠিকাদার সাহাবউদ্দিন তার ব্যবহৃত মোবাইল থেকে সাংবাদিক জিয়াবুল হককে অকথ্যভাষায় গালমন্দ করেন ও হুমকি দেয়। বিষয়টি জানাজানি হলে চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরে এ ঘটনায় থানায় ওই ঠিকাদারের বিরুদ্ধে  রাতে একটি জিডি করা হয়েছে।
এদিকে গত ২০২৩ সালের ২৯ জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালককে মারধরের ঘটনায় জেলখাটেন এস জে ট্রেডার্সের মালিক সাহাব উদ্দিন নামে ওই ঠিকাদার।
চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: