এম জিয়াবুল হক, চকরিয়া ::
আজ শনিবার কক্সবাজারে স্থাপিত রেললাইন, আইকন স্টেশন ও বাকখালী সেতুর উপর নবনির্মিত সেতুসহ ১৭টি উন্নয়ন প্রকল্পের সঙ্গে চকরিয়ায় একমাত্র উন্নয়ন প্রকল্প আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে কক্সবাজারে পৌঁছার পর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করে জেলায় বাস্তবায়ন হওয়া উন্নয়ন প্রকল্পের শুভ সুচনা করেন সরকার প্রধান। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচনের মধ্যদিয়ে চকরিয়া পৌরসভার অর্থায়নে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল হামিদ পৌরবাস টার্মিনালের সম্প্রসারিত উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। তিনি বলেন, আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজারে সরকারি বিভিন্ন দপ্তর কতৃক সম্পাদিত ছোট বড় মিলিয়ে ১৭টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক দ্বার উন্মোচন করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ফলক উন্মোচনের মাধ্যমে চকরিয়া পৌরসভার উদোগে বাস্তবায়নাধীন বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল হামিদ চকরিয়া পৌরবাস টার্মিনালের সম্প্রসারিত উন্নয়ন প্রকল্পেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আজ কক্সবাজার থেকে ফলক উন্মোচনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল হামিদ চকরিয়া পৌরবাস টার্মিনাল এর সম্প্রারিত উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক শহীদ আবদুল হামিদ পৌরবাস টার্মিনালের সম্প্রসারিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে চকরিয়া পৌর বাসটার্মিনালে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব, প্যানেল মেয়র রাশেদা বেগম, নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ফারহানা ইয়াছমিন ফোরকান, কাউন্সিলর এম নুরুস শফি, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, কাউন্সিলর জাফর আলম কালু, কাউন্সিলর আবদু ছালাম, কাউন্সিলর নুরুল আমিন, কাউন্সিলর বেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম। এছাড়াও ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: