ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়ায় শারিরীক অচ্ছল বৃদ্ধার পাশে ” পিস ফাইন্ডার “

N2031

এম.মনছুর আলম, চকরিয়া ::
সমাজের নানাভাবে পিছিয়েপড়া শারিরীক ভাবে অচ্ছল, প্রতিবন্ধী, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে আর্তমানবতার সেবায় চকরিয়া উপজেলার বিভিন্ন জনপদে ‘শান্তিতে আমরা সবার পাশে’ এ স্লোগানে
কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পিস ফাইন্ডার।
বার্ধক্যজনিত ও স্ট্রোক করে প্যারালাইজড হওয়ার কারণে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছে না রফিক আহমদ নামে এক বৃদ্ধ। শেষ বয়সে তার ইচ্ছে একটু ঘুরাফেরা করবে এবং মসজিদে গিয়ে নামাজ পড়বে ও সবুজ শ্যামল এ দুনিয়াটা একটু দেখে উপভোগ করা ছিল তার স্বপ্ন।
বদ্ধ রফিক আহমদের ইচ্ছার কথাটি জানতে পেরে মানবিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পিস ফাইন্ডার তার পাশে এসে দাঁড়িয়েছে। শুক্রবার বিকেলে এ সংগঠনটির পক্ষথেকে বৃদ্ধ রফিক আহমদকে তুলে দেওয়া হয়েছে নতুন হুইল চেয়ার। এতে তার চলাচলের অনেকটা দুঃখ ঘুচল এবং স্বাভাবিক ভাবে চলাফেরা যে ইচ্ছা তার স্বপ্ন পূরণ হলো।

শুক্রবার বিকেলে চকরিয়া কোরক বিদ্যাপীঠ জামে মসজিদের সামনে সবুজবাগ রাস্তায়
পিস ফাইন্ডারের পক্ষথেকে এ হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পিস ফাইন্ডারের প্রতিষ্ঠাতা ও জাফর-নিলোফা ফাউন্ডেশনের উদ্যোক্তা সমাজকর্মী আদনান রামীম, সাংবাদিক এম.মনছুর আলম, সাংবাদিক বাপ্পী শাহরিয়ার, পিস ফাইন্ডারের অন্যতম সিনিয়র সদস্য মাহহফুজুল আলম মাসুম, ইসফাতসহ সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

পিস ফাইন্ডারের প্রতিষ্ঠাতা আদনান রামিম জানান, পিস ফাইন্ডার একটি মানবিক ও স্বেচ্চাসেবী সংগঠন। এ সংগঠনের পক্ষথেকে উপজেলার প্রত্যন্ত এলাকার নানাভাবে পিছিয়েপড়া সুবিধাবঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী শিশু, নারী ও পুরুষদের শনাক্ত পূর্বক যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে হুইল চেয়ার প্রদান করা হয়। এ পর্যন্ত সংগঠনের পক্ষথেকে বৃদ্ধ রফিক আহমদসহ
একশো দশজনের মাঝে হুইল চেয়ার দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন দুর্যোগ, বৈশ্বিক মহামারি করোনাসহ নানা সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করছে পিস ফাইন্ডার।
তিনি আরও বলেন, একটি উদ্যোগ একটু প্রচেষ্টায় পারে মানুষের মুখে হাসি ফুটাতে। তাই বৈষম্যহীন স্বনির্ভর দেশ বির্নিমানে যার যার অবস্থান থেকে সকলকে নানাভাবে পিছিয়েপড়া মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।##

পাঠকের মতামত: