ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় লোডশেডিংয়ে অতিষ্ট মানুষ বেকায়দায় এইচএসসি পরীক্ষার্থীরা

32-300x166ছোটন কান্তি নাথ, চকরিয়া  :::
চকরিয়ায় ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা বেশি বেকায়দায় পড়েছে। গত দশদিন ধরে প্রতিযোগীতার ভিত্তিতে ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ। পিডিবি ও পল্লী বিদ্যুত সমানতালে লোডশেডিং করায় গ্রাহকের মাঝে ক্ষোভের সঞ্চার পরিলক্ষিত হচ্ছে।
এদিকে পল্লী বিদ্যুতের গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়ায় এবং নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে শুক্রবার সন্ধ্যায় কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারায় বিক্ষোভ মিছিল করেছে গ্রাহকেরা। স্থানীয় একটি সংগঠনের ব্যানারে কয়েকশত গ্রাহক হাতে মোমবাতি জালিয়ে অভিনব এই প্রতিবাদ কর্মসূচী পালন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের কথা বললেও চকরিয়ায় তার বিপরীত। দিনে নিবরচ্ছিন্ন এক ঘন্টাও বিদ্যুত পাওয়া যাচ্ছেনা। সুবেহ-সাদেকের মতো এই আসি এই যায় অবস্থায় ত্রাহি মদুসূদন অবস্থা হয়েছে পল্লী বিদ্যুত গ্রাহকের।
ক্ষুদ্র গ্রাহকেরা বলেন, ‘বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট হয়ে পড়েছি আমরা। বিদ্যুত মাঝে-মধ্যে আসা যাওয়া করে। কিন্তু অবস্থা এমন পর্যায়ে পৌঁছেয়ে যে, মোবাইলে যেমন মিসডকল দেওয়া হয়, তার মতোই এখনকার বিদ্যুতের ভেলকিবাজি। এতে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়বে।’
লক্ষ্যারচর ইউনিয়নের কৃষক শাহাব উদ্দিন, কাকারা ইউনিয়নের মাইজ কাকারার কৃষক গোলাম কাদের দৈনিক চকরিয়া নিউজকে বলেন, ‘এখন চলছে বোরো মৌসুম। মাতামুহুরী নদীর মিঠাপানি দিয়ে চলে তাদের সেচ কার্যক্রম। কিন্তু দিনে একঘন্টাও বিদ্যুত না পাওয়ায় স্কীমে পানি সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছেনা। এই অবস্থায় পানি না পেয়ে ক্ষেতের ফসল বিবর্ণ হওয়ার সম্মুখিন হয়েছে।’
কক্সবাজার পল্লী বিদ্যুত সমিতি চকরিয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আশরাফ উদ্দিন খান বলেন, ‘কয়েকদিন আগে প্রচন্ড ঝড়ের সাথে তীব্র বেগের ঝড়ো হাওয়ার কারণে অনেক স্থানে গাছপালা ভেঙে সংযোগ তার বিচ্ছিন্ন ছিল। এ কারণে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গিয়েছিল। তবে এর পর থেকে ভেঙে পড়া গাছপালা অপসারণ করে সংযোগ তার মেরামত করা হচ্ছে। ইতিমধ্যে অনেক ইউনিয়নে বিদ্যুত সংযোগ চালু করা হয়েছে। বাকী ইউনিয়নগুলোতেও স্বাভাবিকভাবে বিদ্যুত সরবরাহ চালু হবে।’
বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) চকরিয়ার আবাসিক প্রকৌশলী মো. জসীম উদ্দিন খান বলেন, ‘বর্তমানে পিডিবির আওতায় যেসব গ্রাহক রয়েছে তাদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ দিতে পুরোদমে কাজ করছি আমরা।’

পাঠকের মতামত: