ঢাকা,রোববার, ২৬ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় লোকালয়ে শাবকসহ বন্যহাতির পাল, হাতির আক্রমনে যুবক আহত

এম.মনছুর আলম, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নস্থ মানিকপুর বনবিটের ছিরামোড়া এলাকায় পাহাড়ে খাবারের খোঁজে শুক্রবার ভোর ৫টার দিকে লোকালয়ে নেমে এসেছে একদল বন্যহাতি। এসময় বন্যহাতির আক্রমনে পথচারী মো.ছফুর আলম (৩০) নমে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৭ আগষ্ট) বেলা ১১টার দিকে সুরাজপুর ছিরা মুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ছফুর আলম কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা বেপারীপাড়া এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে। আহত ছফুর আলমকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে বন্যহাতির দল লোকালয়ে এলে এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় লোকজন জানায়, ভোরে একদল বন্যহাতির পাল মানিকপুর বনবিটের নিয়ন্ত্রনাধীন সুরাজপুর ছিরামুরা এলাকায় বিভিন্ন জায়গায় দল বেঁধে ঘুরে বেডাচ্ছে। পাহাড়ে বন্যহাতির পাল দেখে স্থানীয় উৎসুক জনতা হাতির পেছনে ধাওয়া করলে দ্বিকবিধিক ছুটাছুটি করতে থাকে। এসময় একটি হাতি দলছুট হয়ে ছফুর আলম নামের এক যুবককে শুঁড় দিয়ে আছাড় মেরে গুরুতর আহত করেন।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল আমিন বলেন, পাহাড় থেকে একটি বড় বন্যহাতির দল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। এই দলে শাবকসহ ১৯টি বন্যহাতি রয়েছে। তৎমধ্যে একটি হাতি দলছুট হয়ে ছফুর আলম নামের এক যুবককে শুঁড় দিয়ে আছাড় মেরে গুরুতর আহত করে। স্থানীয় এলাকাবাসী বন্যহাতির আতংকের পাশাপাশি তাদের খেত নষ্ট করছে বলে জানান ।

কাকারা বন বিট কর্মকর্তা ফরেষ্টার কামরুল হাসান বলেন, হাতিগুলো পাহাড় সংলগ্ন লোকালয়ে খাবারের সন্ধানে চলে এসেছে। শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত হাতির পাল ছিরামুরা এলাকায় অবস্থান করছে বলে তিনি জানান। সন্ধ্যার পর পাহাড়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত: