ঢাকা,মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় লাশবাহী এম্বুল্যান্সের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ::

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় লাশবাহী এম্বুল্যান্সের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে জসিম উদ্দিন (৩২) নামের যুবক নিহত হয়েছে। নিহত যুবক চকরিয়া উপজেলার কৈয়ারবিল ৯নং ওয়ার্ড নয়াপাড়া এলাকার খলিল আহমদের পুত্র।

আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার অভিমূখী একটি লাশবাহী এম্বুল্যান্স চকরিয়ার সোয়াজানিয়া পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দেড়’শ সিসি মোটরসাইকেল এম্বুল্যান্সের ডান পাশে ধাক্কা লেগে চালক ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় মোঃ জসিম উদ্দিন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক তোফাজ্জল হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ও উপস্থিত লোকজন আহতকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক শাফায়েত হোসাইন বলেন সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: