নিজস্ব প্রতিবেদক :: চকরিয়া পৌরসভার পূর্ব পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আটশ ৪০টি ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে র্যাব-১৫। গতকোল বুধবার (১৯মে) বিকেল ৫টার দিকে ওই এলাকার কমিশনার পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাঁদের আটক করা হয়েছে।
আটক দুজন হলেন চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড পূর্ব পুকুরিয়া কমিশনার পাড়ার নুরুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম পাখি (৫৫) ও তাঁর ছেলে মো. মিনহাজ উদ্দিন (১৮)।
র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল পূর্ব পুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। পরে তাঁদের বাড়ির আঙিনার মাটি নিচে লোকায়িত অবস্থায় আটশ ৪০টি ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে চকরিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: