ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

চকরিয়া প্রশাসনের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

জহিরুল ইসলাম, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসুচি পালিত হচ্ছে। চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৭ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, চকরিয়া সার্কেলের পুলিশ সুপার তফিকুল আলম, সহকারি কমিশনার (ভুমি) তানভীর হোসেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসি চৌধুরী, উপজেলা নির্বাহী প্রকৌশলী কমল কান্তি পালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে উপজেলা পরিষদ মোহনায় কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ চকরিয়া নিউজকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসুচি হাতে নেয়া হয়েছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তকব অর্পন, কেকে কাটা হয়েছে। এছাড়াও বিকেলে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্টান, বঙ্গবন্ধুর দুর্লভ চিত্র প্রদশর্নীসহ আরো বেশ কিছু কর্মসুচি পালিত হবে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত: