ঢাকা,সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ম্যানগ্রোভের সাবেক এমডি মোজাম্মেল হক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়ায় ম্যানগ্রোভের সাবেক এমডি মোজাম্মেল হক গ্রেফতার করা হয়েছে। ৬ কোটি ৫৮ লাখ টাকা আত্নসাত ও তছরুপের দায়ে কোম্পানির করা মামলায় ম্যানগ্রোভের সাবেক এমডি মোজাম্মেল হককে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

চকরিয়া কোর্টে দায়েরকৃত সি আর- ৬৯২/২১ নম্বর মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে  চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে ।

এদিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোজাম্মেল হকের জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, চেক প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. যুবায়ের।

পাঠকের মতামত: