চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের জনতা মার্কেট এলাকায় গভীর রাতে দোকানের তালা কেটে ভেতরে ঢুকে চোরেরদল ক্যাশ ভেঙ্গে লুটে নিয়ে গেছে নগদ ৬৫হাজার পাঁচশত টাকা। তবে ফজরের আযানের পর দোকান মালিক নামাজ পড়তে যাওয়ার সময় দোকানের সামনে আসলে চোরেরদল পালিয়ে গেলেও ফেলে গেছে তাদের ব্যবহৃত একটি মটর সাইকেল। রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে ঘটেছে এ চুরির ঘটনা। এ ঘটনায় দোকান মালিক মহিউদ্দিন বাদি হয়ে এদিন বিকেলে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটিতে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হলেও তাদের ফেলে যাওয়া মোটর সাইকেলটির (নম্বর-খাগড়াছড়ি-হ-১১-২৮৮০) উল্লেখ্য করা হয়েছে।
দোকান মালিক স্থানীয় মরহুম হাজি আবদুল গনীর ছেলে মহিউদ্দিন জানান, বাড়ির পাশে মুদির দোকানটি বন্ধ করে শনিবার রাত ১০টার দিকে তিনি বাড়িতে চলে যান। রোববার ফজরের আযানের পর তিনি মসজিদে নামাজ পড়তে যেতে বাড়ি থেকে বের হয়ে দোকানের সামনে পৌঁঁছলে তিনজনের চোরেরদল দোকান থেকে বের হয়ে মোটর সাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুদিন গিয়ে গাড়িটি বিকল হয়ে গেলে চোরেরদল সেখানে মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়। মহিউদ্দিন অভিযোগে জানান, দোকানে ঢুকে দেখেন তিনটি তালা কেটে ভেতরে ঢুকে চোরের দল ক্যাশ ভেঙ্গে নগদ ৬৫হাজার পাঁচশত টাকা নিয়ে গেছে। #
পাঠকের মতামত: