ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, চকরিয়া :: চকরিয়া উপজেলার কাকারা মাঝের ফাঁড়ি স্টেশনস্থ মাতামুহুরী নদীর ব্রীজের নীচ থেকে পানিতে ভাসমান অবস্থায় ফুটফুটে এক মৃত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ ৯ নভেম্বার. বুধবার ভোরে ফজরের নামাজের পর মুসল্লিরা ব্রীজ পার হওয়ার সময় উপর থেকে শিশুটিকে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায়।

স্থানীয় টমটম চালক আবু বকরের সহায়তায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে উদ্ধারের পর শিশুটি সুরাজপুর-মানিকপর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোঃ হোসেন আলীর ছেলে বলে জানা গেছে।

শিশুটিকে দেখতে অসংখ মানুষের ভীড় জমেছে । আজ সকালে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিশুটি কেন বলি হল তা রহস্যজনক বলে  জানিয়েছেন।
তবে শিশুটি কীভাবে নদীতে পড়ে মৃত্যু ঘটলো এনিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে নানা রহস্য।

পাঠকের মতামত: