এম.জিয়াবুল হক, চকরিয়া ::
একাদশ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগের এমপি প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের কাছে নৌকায় ভোট চাই। এবার নৌকা মার্কায় ভোট দিন, বিজয়ী হলে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার হাতের পরশে চকরিয়া-পেকুয়ার প্রতিটি জনপদে উন্নয়ন পৌঁছে দেব। আপনাদের ভোটে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে চকরিয়া-পেকুয়ায় উন্নয়ন অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১৮ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ছগিরশাহ কাটা এলাকায় গণসংযোগ পরর্বতি নৌকার সমর্থনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের এমপি প্রার্থী আলহাজ জাফর আলম এসব কথা বলেন।
গতকাল আওয়ামীলীগের আয়োজনে চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাট ছগির শাহকাটা এলাকার নির্বাচনী পথসভায় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে শতাধিক নেতাকমী আওয়ামী লীগে যোগদান করেন। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মহাজোটের সংসদ সদস্য প্রার্থী ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের হাতে ফুলের তোড়া ও নৌকা উপহার দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানকৃত হলেন, ডুলাহাজারা ১নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কলিম উল্লাহ, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল গনি, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখসহ শতাধিক নেতাকর্মী।
আওয়ামী লীগে যোগদান করার কথা জানিয়ে তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রাণিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছি। আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জীবন বাজি রেখে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব।’
আগেরদিন রাতে চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এমডি নুরুল কাদের ও সাহারবিল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত মেম্বার সকিনা বেগম আওয়ামীলীগের এমপি প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের হাতে ফুলদিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন।
গতকাল নৌকার সমর্থনে চকরিয়া উপজেলার খুটাখালী, ডুলাহাজারা ও মালুমঘাটায় গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, শাহনেওয়াজ তালুকদার, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শওকত ওসমান চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, ধর্ম বিষয়ক সম্পাদক ডা.মীর আহমদ হেলালী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ জয়নাল আবেদিন মেম্বার, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসাইন, সাধারণ সম্পাদক সাইফুল এহেছান চৌধুরী, আমির উদ্দিন বুলবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনছুর আলম, ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ শওকত আলী, মেম্বার মোহাম্মদ রফিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক বশির আহমদ, সহ-সভাপতি বাহাদুর হক, সাধারণ সম্পাদক বেলাল আজাদ, সাহারবিলের মেম্বার এনামুল হক, মাতামুহুরী উপজেলা জাতীয় পাটির সভাপতি নুর হোসেন মেম্বার, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিকু, সহ-সভাপতি আবদুল বারেক টিপু, সাধারণ সম্পাদক বাপ্পি, ছাত্রলীগ নেতা সাজ্জাদ প্রমুখ।##
পাঠকের মতামত: