ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় মহাসড়কে ইয়াবাসহ দু-মাদক কারবারি প্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: চকরিয়ায় শুক্রবার মধ্যরাতে মহাসড়কে অভিযান চালিয়ে পুলিশ সাড়ে ৩ হাজার ইয়াবাসহ ২জনকে আটক করেছে।

চকরিয়া থানা সূত্র জানায়, কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় অবস্থিত বন বিভাগের রিংভং চেকপোস্টের সামনে চট্টগ্রামমূখী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫ -১২৬৬) তল্লাসী করে দুই যাত্রীর কাছ থেকে ৩ হাজার ৭০৫ টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া যাত্রীরা হচ্ছেন ওমং থাইং চাকমা (৪০) পিতা মৃত চিংলা প্রু চাকমা ও লাকি চাকমা (২৮) পিতা অংমেরাচা চাকমা। উভয়ের বাড়ি উখিয়া উপজেলার উখিয়ারঘাট মোছার খোলা রিজার্ভ এলাকায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত: