ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুই বাসের ৪০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের টিআর ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (নোহা) গাড়ির। তবে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুই গাড়ির সবাই প্রাণে বেঁচে রয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চকরিয়া চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. জাহাঙ্গীর আলম জানান, যাত্রীবাহী টিআর ট্রাভেলস পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখি নোয়া গাড়ির সংঘর্ষ হয়। তবে দুই গাড়ির গতি অনেকটা শ্লথ থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুই গাড়ির যাত্রীরা। এই দুর্ঘটনায় কেউ মারাও যায়নি, আবার মারাত্মকভাবেও কেউ আহত হয়নি। গাড়ি দুটিতে যাত্রী ছিল ৪০ জনের বেশি।

তিনি আরো জানান, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গাড়ি দুটি সড়কের পাশ থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

 

পাঠকের মতামত: