ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বাস চাপায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::    চকরিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস চাপায় টমটম যাত্রী মো. মোবারক (২৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

আজ রবিবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড নুনাছড়ি গুচ্ছগ্রাম এলাকার জালাল আহমদের ছেলে ও চকরিয়া সরকারী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, হারবাং থেকে টমটম (ব্যাটারি চালিত) রিক্শায় করে চিরিঙ্গা যাচ্ছিল মোবারক। পথিমধ্যে জিদ্দাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে টমটকে চাপা দেয়।

এসময় ঘটনাস্থলে মারা যায় মোবারক। এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান এসআই খোকন কান্তি রুদ্র।

 

পাঠকের মতামত: