ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বাসের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় আবদুল মজিদ (৬৫) নামে পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, পেকুয়া থেকে যাত্রীবাহী একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় পৌছে পথচারী আবদুল মজিদকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত: