ঢাকা,বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান 

চকরিয়ায় বাজার থেকে জব্দের পর আগুনে  পুড়িয়ে দেওয়া হলো ৫ লাখ টাকার পলিথিন 

কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জোরদার অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। প্রথমদিনে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চকরিয়া পৌরশহরের কাঁচা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন গুদাম এবং দোকান থেকে অন্তত ৫ লাখ টাকার পিপি ও পলিথিন ব্যাগ জব্দের পর পুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন।
গতকাল রোববার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে চকরিয়া পৌরশহরের সোসাইটি এলাকার বাজারে  এই অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফখরুল ইসলাম।
অভিযানের সময় বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন, চকরিয়া থানা পুলিশের একটি টিম, সেনাবাহিনী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফখরুল ইসলাম।  তিনি বলেন,
সরকারি প্রজ্ঞাপনে ইতোমধ্যে সারাদেশে নিষিদ্ধ  পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এরই আলোকে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চকরিয়া পৌর শহরের বিভিন্ন দোকানে পলিথিন ও পিপি বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
গতকাল রোববার প্রথমদিনের অভিযানে বিভিন্ন দোকান ও গুদাম থেকে পলিথিন বিক্রি ও মজুদ করার অপরাধে তিনজন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত নিষিদ্ধ পলিথিন ও পিপি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
স্থানীয় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছে, অভিযানে আদালত অন্তত পাঁচ লাখ টাকার পিপি ও পলিথিন ধ্বংস করে দিয়েছেন।
চকরিয়া পৌরশহরের সোসাইটি কাঁচাবাজারের
মাছ ব্যবসায়ী ও ক্রেতারা দাবি করেন, কাঁচা মাছ, তরিতরকারি বেচা-কেনায় পিপি ছাড়া দেয়া-নেয়া যায়না। বিকল্প ব্যবস্থা না থাকায় মাছসহ বিভিন্ন পণ্য বেচা-কেনায়, নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

পাঠকের মতামত: