মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার হারবাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে ৮ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ সত্যতা পাওয়া গেছে। বিদ্যালয়টিতে অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে পরিচালনা কমিটির নির্দেশে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তকারী সদস্য শিক্ষক প্রতিনিধি মুদুল কান্তি ধর, নাজমা সুলতানা, জিয়াউর রহমান, শচীন্দ্র কুমার ধরসহ অডিট ও অভিভাবক সদস্য মোঃ ইসহাক স্বাক্ষরিত প্রতিবেদনে আনিত অভিযোগ স্বীকার করেন অভিযুক্তরা। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক তপন কুমার ধর’কে অতিসত্বর অপসারণের জোর দাবি তুলেন শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় সচেতন লোকজন। তদন্ত কমিটির প্রতিবেদনে জানা যায় গত পহেলা জানুয়ারি ২০১৫ থেকে ৩০জুন ২০১৭ ইংরেজী পর্যন্ত সময়ে সর্বমোট ৮,৩৩,৬৯৩ টাকা সম্পূর্ণ বেআইনী ভাবে আত্মসাৎ করেছে বলে মৌখিক ও সালিলিক প্রমাণ পাওয়া গেছে। তৎমধ্যে ২০১৫ সালে ছাত্র-ছাত্রীর বেতন বাবদ ১,৯৫,০০০ টাকা আন্তঃ অডিট থেকে গোপন করেছে। স্কাউট চাঁদা বাবদ মোট আয় ৫১ হাজার টাকা থেকে ছয় হাজার সাতশত সাত টাকা ব্যয় দেখিয়ে অবশিষ্ট ৪৪,২৯৩ টাকা ব্যাংকে জমা না করে গোপন করা হয়েছে। প্রশংসা পত্র বাবদ ৩০ হাজার টাকা থেকে দশ হাজার টাকা ব্যাংকে জমা দেখিয়ে অবশিষ্টি টাকা গোপণ করা হয়েছে যা আত্মসাতের সামিল। ২০১৬ সালের ছাত্র-ছাত্রীর বেতন বাবদ ১,৭৭,০০০ টাকা আন্তঃ অডিটে না দেখিয়ে গোপন করা হয়। স্কাউট বাবদ মোট ৫৬,৫০০ চাঁদা থেকে পাঁচ হাজার টাকা ব্যয় দেখিয়ে অবশিষ্ট টাকা গোপন করা হয়।বিদ্যালয় পরিচালনা পরিষদের অনুমোদনক্রমে প্রধান শিক্ষক ৫ হাজার টাকা হাতে রাখার নীতিমালা থাকার পরও ২০১৬ সালে ১২,২৬,৫৪৫ টাকা ব্যাংকে জমা না করে নগদ ব্যয় দেখিয়েছে যা সম্পূর্ণ বিধি পরিপন্থী। ২০১৭ সালের (জানু-জুন) সাধারণ আয়ের অংশ হতে ২,৯৪,৫০০ টাকা ব্যাংকে জমা না দিয়ে গোপন করা হয়েছে। ছাত্র-ছাত্রীর নিকট থেকে স্কাউট বাবদ নেওয়া ৬১,৬০০ টাকা থেকে আয় দেখিয়েছে ২০,২০০ টাকা এবং ব্যয় দেখিয়েছে ১৭,৫০০ টাকা। অবশিষ্ট ৪১,৪০০ টাকা হিসেবের বাইরে রেখে আত্মসাৎ করেছে। পরিচালনা পরিষদের অনুমতিক্রমে ৫ হাজার টাকা হাতে রাখার নিয়ম থাকার পরও প্রধান শিক্ষক ২০১৭ সালের (জানু-জুন) ৩,৬৭,০০৮ টাকা ব্যাংকে জমা না দিয়ে নগদ অর্থ ব্যয় দেখিয়েছে যা বিধি পরিপন্থি। এছাড়াও ২০১৪, ১৫ ও ১৬ সাল কিংবা তারও পূর্বে এসএসসি পাশকৃত ছাত্র-ছাত্রীদের মূল সনদপত্র ও টি.সি প্রদানে আদায়কৃত কোন টাকার হিসেব দিতে পারেনি তারা। তদন্ত প্রতিবেদনে সবমিলিয়ে আড়াই বছরে ৮,৩৩,৬৯৩ (আট লাখ তেত্রিশ হাজার ছয়শ তিরানব্বই) টাকা আত্মসাতের সত্য পাওয়া গেছে। এব্যাপার জানতে চাইলে হারবাং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান বরকত মিয়া বিস্তারিত তথ্য জেনে পত্রিকায় প্রতিবেদন করতে জানান। খবর নিয়ে আরো জানা যায়, হারবাং উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের সময় চলছিল বিশাল দুর্নীতি। ওই সময় অভিযোগ পাওয়ার পর তখনকার জেলা শিক্ষা কর্মকর্তা অনিয়ম তদন্তের নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ পরিক্ষার খাতা জব্দ করে দেখতে পায় তপন বাবুর উত্তরপত্রে সর্বাধিক উত্তরই ভুল ছিল কিন্তু নাম্বার পেয়েছেন শতভাগ। তপন বাবু ওই সময় ৪ লাখ টাকা ঘুষ দিয়ে তদন্ত প্রতিবেদন ম্যানেজ করেন আর নিশ্চিত করেন প্রধান শিক্ষকের আসন। এদিকে তার বিরুদ্ধে দূর্নীতির দায় ঠেকিয়ে প্রধান শিক্ষকের চেয়ার অক্ষত রাখতে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল তাকে সর্বাত্মক সহযোগীতা করে যাচ্ছেন বলেও জানা যায়। সরজমিনে জানতে গিয়ে প্রধান শিক্ষক তপন কুমার ধরকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তিনি কক্সবাজার ডিসি অফিসে জরুরী কাজে গেছেন বলে জানান। অপর অফিস সহকারী মঞ্জুর আলম অভিযোগ স্বীকার করে জানান তার কাছ থেকে প্রাপ্য টাকাগুলো বিদ্যালয়ের এ্যকাউন্টে জমা করে দিচ্ছেন। এদিকে দুর্নীতিতে অভিযুক্ত প্রধান শিক্ষক তপন কুমার ধরকে বিদ্যালয় থেকে অপসারণের জোর দাবী জানান অভিভাবক মন্ডলী, প্রাক্তন ছাত্র পরিষদ, এলাকার সচেতন লোকজনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংঘটন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ও হারবাং ছাত্র ফোরামের সভাপতি নাজিম উদ্দিন বলেন ঐতিহ্যবাহী হারবাং স্কুলের এমন দূর্নীতি আর টাকা আত্মসাৎ কিছুতেই মেনে নেওয়া যায় না। অতিসত্বর দোষী ও অভিযুক্ত প্রধান শিক্ষককের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ক্যাম্পেইন
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- চকরিয়ার বদরখালীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- ঈদগাঁওয়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কা মোটরসাইকেল আরোহী নিহত
- চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার
- রামুতে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর শাস্তির দাবিতে মানববন্ধন
- চকরিয়ায় রাতের আধারে গরীব মানুষের ঘরের দরজায় গিয়ে শীতের কম্বল দিয়েছেন ইউএনও
- চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- ঈদগাঁওতে অনলাইন প্রেস ক্লাবের অভিষেক ও প্রীতিভোজ অনুষ্টান
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- চকরিয়ায় পুলিশের জালে দুই ডাকাত, অস্ত্র-গুলি উদ্ধার
পাঠকের মতামত: