নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া-মগনামা সড়কে পুলিশের সাথে গোলাগুলিতে মো. সাজিদুল হাসান মুন্না (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের ৫ সদস্য। আহতরা চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর রাত আনুমানিক আড়াইটার দিকে ওই সড়কের বরইতলী ইউনিয়নের হারবাংছড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেশে তৈরী একটি একনলা বন্দুক, দুই রাইন্ড তাজা কার্তুজ, একটি মোটরসাইকেল ও মুখোশ উদ্ধার করেছে।
নিহত সাজিদুল হাসান মুন্না চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কেরাবানীয়া ঘোনা এলাকার মো. মইনুদ্দিনের ছেলে। আহতরা পুলিশ সদস্যরা হলেন এস আই রাজিব কুমার, এএসআই মহসিন চৌধুরী, কনস্টেবল তরিকুল ইসলাম, সুজন মিয়া ও মহসিন মিয়া।
আজ বিকালে চকরিয়া থানার সম্মেলনকক্ষে প্রেস বিফ্রিংয়ে ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো.শাকিল আহমেদ।
প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো.শাকিল আহমদ বলেন, চকরিয়া উপজেলার বানিয়ারছড়া-মগনামা সড়কের বরইতলী ইউনিয়নের হারবাং ছড়া ব্রীজ এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে দুইটি মোটরসাইকেল নিয়ে ৬-৭ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় সিএনজি অটোরিকশা যোগে সড়কে টহলরত হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পয়ে ডাকাতদল পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে।
এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। ঘটনার একপর্যায়ে ডাকাতরা পিছু হটে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ মুন্না নামের এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, ঘটনাস্থলে ডাকাতদল ১০-১২ রাউন্ড গুলি ছোঁড়ে তা প্রতিহত করতে পুলিশও পাল্টা ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। নিহত মুন্না আন্তঃ ডাকাত দলের সদস্য। সে কক্সবাজারে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে চট্টগ্রামে পালিয়ে যেত। তার বিরুদ্ধে মাদক, ধর্ষণ ও ডাকাতিসসহ একাধিক মামলা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মরদেহ ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল রাতে এএসআই মহসিন চৌধুরী বাদি হয়ে চকরিয়া থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ঢেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- চকরিয়ায় দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে এক লাখ টাকা জরিমানা
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাঠকের মতামত: