ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পুলিশ অভিযানে ৩৭ পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ”ওয়ান নাইট অপারেশন” নামের একদিনের বিশেষ অভিযানে নারীসহ ৩৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার সাজা ও পরোয়ানাভুক্ত পলাতক আসামী। এছাড়া এই অভিযানে ২৯ টি রিকল নিষ্পত্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয় চকরিয়া উপজেলার পৌরসভা ও ১৮ টি ইউনিয়নে।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার বলেন, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আনোয়ার হোসেন এর নির্দেশে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মো.মাহফুজুল ইসলামের তত্ত্বাবধানে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম ও থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে থানা ও ফাঁড়ি পুলিশের একাধিক টীম টানা ৮ ঘন্টা ব্যাপী অভিযান চালায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পরিকল্পিত এই অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩৫ জন পলাতক আসামীকে গ্রেফতা র করা হয়েছে। একইসাথে ২৯ টি রিকলসহ ৬৬ টি পরোয়ানা তামিল হয়েছে ৮ ঘন্টায়।
ওসি আরো বলেন, গ্রেফতারকৃত এসব আসামিকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: