চকরিয়া প্রতিনিধি ঃ চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর পাহাড়ীয় এলাকায় রাতের আঁধারে দুর্বৃত্তরা একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ৪ জনকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করেছে। আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নেয়ার পথে নুরুন্নবী (২৭) মারা গেছে। অপর আহত স্ত্রী ফাতেমা বেগম (২২) সহ ২ মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ঘটেছে গত শুক্রবার রাত ১২ টার দিকে।
সূত্র মতে কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কাকারা গ্রামের ফকির আহমদের পুত্র নুরুন্নবী পরিবার পরিজন নিয়ে দক্ষিণ সুরাজপুর তেঁতুলতলীর পূর্বপার্শ্বে পাহাড়ীয় এলাকায় বসবাস করে আসছিল। সে জীবিকার তাড়নায় পার্শ্ববর্তী চাকঢালা নামক এলাকার একটি গাছ বাগানে চাকুরী করত। প্রায় সময় কিছু কাঠ চোর ওই বাগানের কাঠ চুরির চেষ্টা করত। সে বাঁধা দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ও তার পরিবার ধারণা করছে। গতকাল শুক্রবার রাত ১২ টার দিকে নুরুন্নবীর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে দুবর্ৃৃত্তরা নুরুন্নবী, তার স্ত্রী ফাতেমা, মেয়ে জন্নাতুল ফেরদৌসী (৯) ও জেসমিন (৭) কে মারাত্মকভাবে কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে তার প্রতিবেশী লোকজন আহতদেরকে প্রথমে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে নুরুন্নবী মারা যায়। স্ত্রী ফাতেমা বেগমের অবস্থাও বিপদমুক্ত নয় বলে তার বাবা ফকির মোহাম্মদ দাবী করেছেন। এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পাঠকের মতামত: