নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় তীব্র গরমে হিট স্ট্রোকে মৎস্যঘেরের মালিক শওকত আলম (৪৮) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ মৎস্যঘেরে হিটস্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শওকত আলম উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের উত্তর বুড়িপুকুর গ্রামের মো. শফির ছেলে ও মৎস্যঘেরের মালিক।
পরিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, শওকত আলম চরণদ্বীপ এলাকায় বুধবার সারাদিন প্রচন্ড গরমের মধ্যে নিজের মৎস্যঘেরে কাজ করছিল। বৃহস্পতিবার সকালে তীব্র গরমের কারণে তার ডায়রিয়া শুরু হয়।
তিনি বলেন, এক পর্যায়ে শওকত আলম অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পৌরশহরের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।
এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিটস্ট্রোকে শওকত আলমের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত: