ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার

চকরিয়ায় ছড়াখালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বাড়ির পাশে বিলে খেলতে গিয়ে ছড়াখালের পানিতে ডুবে আরিফুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আরিফ ওই এলাকার বাকপ্রতিবন্ধী আবুল কালামের ছেলে। বিকাল আনুমানিক তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় খুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রকাশ পেটান মুন্সি।

তিনি স্থানীয় সূত্রে বরাত দিয়ে জানান, গতকাল রোববার দুপুর বারোটার দিকে বাড়ির বাইরে খেলতে যায় শিশু আরিফ। খেলার এক পর্যায়ে বাড়ির পাশে বিল লাগোয়া ছড়াখালের পানিতে পড়ে যায়।

বেশ কিছুক্ষণ পর বাড়িতে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বিকেল ৩টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় বাড়ির পাশের ছড়াখাল থেকে উদ্ধার করে।

চকরিয়া থানার এসআই ( উপপরিদর্শক) মো. সিরাজুদ্দৌলা বলেন , সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনী প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: