ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মামুনুর রশিদ, নিজস্ব প্রতিবেদক ::
চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো.এখলাস উদ্দিন (৩৫) নামের চেক প্রতারণা মামলার দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
রবিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে থানার এএসআই জহিরুল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ফাঁসিয়াখালী ভেন্ডিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী এখলাস উদ্দিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মো.সেকান্দরের ছেলে।
অভিযানে যাওয়া চকরিয়া থানার এএসআই জহিরুল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজার এলাকা থেকে পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা রয়েছে এবং মামলায় দুই মাসের সাজা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান চকরিয়া নিউজকে বলেন, পুলিশের একটি টিম গোপন সংবাদে মাধ্যমে অভিযান চালিয়ে আদালতের দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামীকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: