ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় চিরিঙ্গা ইউনিয়নে বিএনপির কোন প্রার্থী না থাকায় হতাশায় নেতাকর্মীরা

1458046608_57035_1-1-300x160নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল ১৮ ইউনিয়নের মধ্যে প্রথম দাপে ১২টি ইউনিয়নের মধ্যে চিরিঙ্গা ইউনিয়নে বিএনপির কোন প্রার্থী হয়নি। ফলে ওই ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে এক ধরণের হতাশা।

চিরিঙ্গা ইউনিয়নের এক বিএনপি নেতা জানায়, নির্বাচন কমিশনের নির্বাচনী তফশীল ঘোষনার পর চকরিয়া উপজেলা বিএনপি ওই ইউনিয়নে একক প্রার্থী হিসেবে ঘোষনা দেয় বজল কবির মেম্বারকে। তিনি বর্তমানে ওই্ ইউনিয়নের বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছে। বজল কবির মেম্বারকে একক প্রার্থী ঘোষনা দেয়ার কারণে ওই ইউনিয়নে আর কোন নেতা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নেয়নি। এতে করে চিরিঙ্গা ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। এ ব্যাপারে বজল কবির মেম্বার জানায়, যারা নির্বাচনে তাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করবে এমন কি তার জন্য এলাকায় নির্বাচন করবে ওইসব নেতারা স্থানীয় সাধারণ মেম্বার পদে প্রার্থী হয়ে গেছে। এতে করে তিনি একক ভাবে প্রার্থী হতে অনিহা প্রকাশ করে। এদিকে এক স্বেচ্ছাসেবক দলের নেতা জানায়, বজল কবির মেম্বার আগে ভাগে যদি নির্বাচন করবেনা বলে ঘোষনা দিত তা হলে অনেক নেতাকর্মীরা প্রস্তুতি নিত। ##

পাঠকের মতামত: