ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নিখোঁজের ১ মাস পর

চকরিয়ায় উদ্ধার লামার বাসিন্দা এক কিশোরের লাশ

চকরিয়া সংবাদদাতা :: কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের এক মাস পর মো. মিনহাজ (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সে লামা উপজেলার মো. ফোরকানের ছেলে। নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত মিনহাজ চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নে মাছের প্রজেক্টে কাজ করত। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন থেকে মাটিতে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বমু বিলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল কাদের। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মনছুর উদ্দিনের মাছের প্রজেক্ট এলাকায় গলিত লাশের গন্ধ পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা এসে লাশটি উদ্ধার করে। গত একমাস ধরে ওই কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে মাটিতে পুঁতে রাখা কিশোরের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল ও বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এটি খুনের ঘটনা বলে মনে হচ্ছে। তবে তদন্তের পর এ বিষয়ে পুরোপুরি জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পাঠকের মতামত: