ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পকেট ভারী হচ্ছে চেয়ারম্যানের

চকরিয়ায় ইউনিয়ন পরিষদের গুদি নিলাম বন্ধে  ইউএনও’র নির্দেশ উপেক্ষিত

নিজস্ব প্রতিবেদক,  চকরিয়া

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন পরিষদের অধীন বানিয়ারছড়াস্থ গুদি নিলাম বন্ধে ইউএনও’র লিখিত নির্দেশনা উপেক্ষিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান এর নির্দেশনা অমান্য করে স্থানীয় বরইতলী ইউপি চেয়ারম্যান মোটা অঙ্কের টাকার বিনিময়ে মোশাররফ হোসেন নামের একজনকে অঘোষিত গুদি ইজারা দিয়ে নিজেরা বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। এই অবস্থায় সরকার গত দুইবছর ধরে রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। গতকাল বুধবার দুপুরে বরইতলী ইউনিয়নবাসির পক্ষে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম।

বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার মৃত  কবির আহমদ এর ছেলে নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ২০২২ সালের ২৯ জুন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বরইতলী ইউনিয়ন পরিষদের অধীন বানিয়ারছড়া পয়েন্টে অবৈধ গুদি ইজারা না দিতে বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামানকে নির্দেশনা দেন।

অভিযোগ উঠেছে, ইউএনও’র সেই নির্দেশনা অমান্য করে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান গত ১৪২৯ বাংলা সনে অবৈধ গুদি ফাইতংয়ের বাসিন্দা মোশাররফ হোসেন নামের একজনকে অঘোষিতভাবে ইজারা দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযোগকারী নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে দাবি করেন, বানিয়ারছড়া পয়েন্টের অবৈধ গুদি ইজারা না দিতে চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান  গতবছর লিখিতভাবে নির্দেশ দিলেও ইউপি চেয়ারম্যান তা অমান্য করেছেন। একইভাবে এবছরও (১৪৩০ বাংলা সনে) অতীব গোপনে একই ব্যক্তি মোশাররফ হোসেনকে দিগুণ টাকায় অঘোষিতভাবে গুদিটি ইজারা দিয়েছেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। এমনকি গুদি ইজারা দেয়ার বিষয়টি বরইতলী ইউনিয়ন পরিষদের বেশিরভাগ সদস্যরা (মেম্বার) জানে না।

আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম দাবি করেন, বানিয়ারছড়া পয়েন্টের অবৈধ গুদি গোপনে ইজারা দিয়ে চেয়ারম্যান লাভবান হলেও ইউনিয়ন পরিষদের তহবিলে এক টাকাও রাজস্ব জমা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের একাধিক মেম্বার। তাদের মধ্যে ইউপি মেম্বার আতিক উল্লাহ বলেন, গতবছর পরিষদের সদস্যদের মতামত নিয়ে বানিয়ারছড়া পয়েন্টের গুদি নিলাম দেন ইউপি চেয়ারম্যান। কিন্তু এবছর নিলাম দেওয়া হলেও আমরা ( পরিষদের মেম্বাররা) অবগত নই।

বানিয়ারছড়া পয়েন্টের গুদি নিলাম দিয়ে বরইতলী ইউনিয়ন পরিষদের তহবিলে রাজস্ব জমা পড়েছে কীনা জানতে চাইলে ইউপি মেম্বার আতিক উল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। ইউপি চেয়ারম্যান এব্যাপারে বলতে পারবে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, গুদি নিলাম নিয়ে ইউএনও জেপি দেওয়ানের নির্দেশনা কী কারণে উপেক্ষিত হয়েছে, মোবাইলে বলা যাবে না, আপনার সঙ্গে সাক্ষাৎ হলে এব্যাপারে বিস্তারিত জানাবো।

স্থানীয় জনগণের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বরইতলী ইউপির বানিয়ারছড়া পয়েন্টের  অবৈধ গুদি ইজারা বন্ধে ২০২২ সালের ২৯ জুন লিখিত নির্দেশনা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। তিনি বলেন, কী কারণে আমার নির্দেশনা উপেক্ষিত করা হয়েছে, তা জানতে ইউপি চেয়ারম্যান ও সচিবকে জরুরি নোটিশ দেওয়া হবে। পাশাপাশি আমি ঘটনাস্থল তদন্ত করবো। বিষয়টির সত্যতা পাওয়া গেলে অবশ্যই এব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: