ঢাকা,বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন,পাহাড় কাটা, বনভূমি দখল রোধ, হাতির আবাসস্থল সুরক্ষা নিশ্চিতে মাইকিং প্রচারণা 

চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায়  পাহাড় টিলা কেটে মাটি লুট, সংরক্ষিত ও রির্জাভ বনাঞ্চলের ভেতরে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার বন্ধ, সরকারি বনভূমি জবরদখল চেষ্টা প্রতিরোধ এবং হাতির নিরাপদ আবাসস্থল তৈরি করতে সর্বসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবার মাইকিং প্রচারণা শুরু করেছেন বনবিভাগ।
গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও মালুমঘাট বাজারে জনসচেতনতা মুলক এই মাইকিং প্রচারণার আয়োজন করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের বনকর্মীরা।
মাইকিং প্রচারণার বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো. মেহেরাজ উদ্দিন। তিনি বলেন, দীর্ঘ সময় আগে থেকে এলাকা ভিত্তিক দখলবাজ প্রকৃতির কিছু লোক ফাসিয়াখালী রেঞ্জের বিভিন্ন বনবিটের বেসুমার বনভূমি জবরদখলে নিয়ে অবৈধভাবে বসবাস করে আসছে। এখনো দখলবাজ চক্রের লোকজন ক্ষমতার দাপট দেখিয়ে দখল চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আবার বনের ভেতর সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে, সুযোগ পেলে পাহাড় টিলা কেটে মাটি লুটের মহোৎসবে মেতে উঠেছে।
তিনি বলেন, পরিবেশ বিধংসী এসব কর্মকাণ্ডের কারণে প্রতিনিয়ত সংরক্ষিত ও রির্জাভ বনভূমি পরিবেশগত সংকটাপন্ন অবস্থা তৈরি হচ্ছে। তাতে বিপন্ন হচ্ছে হাতিসহ জীববৈচিত্র্যের নিরাপদ আবাসভূমি। এই অবস্থায় বনের ভেতর সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন, পাহাড় টিলা কাটা, জবর দখল রোধ, হাতির আবাসস্থল সুরক্ষাসহ পরিবেশগত সংবেদনশীল ইত্যাদি বিষয়ে স্থানীয় জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফাসিয়াখালী বন রেঞ্জ এই মাইকিং প্রচারণার উদোগ নিয়েছেন।
রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন বলেন, প্রচারনার প্রথমদিনে গতকাল শুক্রবার ডুলাহাজারা বনবিটের বনকর্মীরা রেঞ্জ অফিসের আশপাশের এলাকা ডুলাহাজারা ও মালুমঘাট বাজারে মাইকিং করেছে। পর্যায়ক্রমে আমরা ফাসিয়াখালী রেঞ্জের বিভিন্ন বনবিট এলাকায় জনসচেতনতা মুলক এই প্রচারনা চালাবো। ##

পাঠকের মতামত: